হিজাব না পরায় ইরানে ২৯ নারী গ্রেফতার

হিজাব না পরায় ইরানে ২৯ নারী গ্রেফতার

হিজাব আইন লঙ্ঘন করায় ইরানে কমপক্ষে ২৯ জন নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমএ ঘটনায় সরকারের সমালোচনা করেছে অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার সংগঠনগুলো
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ২৯ নারীকে গ্রেফতার করা হয়েছেখবর: আলজাজিরা



জননিরাপত্তায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান পুলিশ
প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর হিজাব পরিধান বাধ্যতামূলক করা হয় আর সুপ্রিম লিডার মনোনীত হন আয়াতুল্লাহ খোমেনী
তবে আইনটি নিয়ে বছরের পর বছর দেশটিতে বিক্ষোভ হয়েছেসাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে বিক্ষোভ চলাকালে নারীদের হিজাব খুলে পতাকার মতো উড়াতে দেখা গেছে


তবে ঠিক কোথায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয়কারণ দেশটির রাজধানী তেহরান থেকে শুরু করে প্রাচীন নগরী ইসপাহান ও শিরাজে বিক্ষোভ হচ্ছে

No comments

Powered by Blogger.